ছোট্ট জীবন
তারই মাঝে কত ভয়,সংশয়!
সত্যর নিবিড় আবির্ভাব।
নির্জনতায় অস্থির চিত্ত
ক্ষত-বিক্ষত হয়।
ছোট্ট রাত্রি
দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
একটিবারের জন্যও
মনের আকাশে উকি দেয়না বসন্ত
মনে আসে না-
জীবন খুবই ছোট।
রাত ফুরোলেই দিন
আনন্দের উৎসও সীমাহীন।
মনে তা আসে না।
উদ্বেগ -উৎকন্ঠা, সংশয়!
সহসাই অভিভূত হৃদয়!
কোথাও থেমে থাকে না-
রাত্রির জাগরণ।
এই ছোট্ট জীবন
বড়ই সঙিন।
অভিযাত্রিক-২০২৪