জীবনের জলছবি কল্পনায় আসে?
ভাসে?
আমাকে যে অপমানিত করা হয়েছে, তারপর আমাকে কি সম্মানিত করা হয়নি?
আমাকে যে যোগ্যতার মানদণ্ডে বাদ দেয়া হয়েছে, তা কি সঠিক ছিলো? আমাকে ভিতর থেকে জানবার সাধ্য কি কারও আছে?
আমাকে কি সুযোগ থেকে বঞ্চিত করা হয়নি?
আমি কি অবমূল্যায়িত হইনি?
তারপর আসলেই আমার কি কোন অবদান নেই?
এই পৃথিবীতে একটি পুষ্পও কি আমার জন্য নয়?
তবে কি এখানে বৈষম্যেই সর্বজনীন। সর্বজন স্বীকৃত। কিংবা নিজেদের মতো, নিজেদের(স্বেচ্ছাচার)জন্য সজ্জিত।
ব্যথার বৃত্ত ভাঙার আকুলতা যেন সবখানেই নিদারুণ অসহায়ভাবে পরাজিত হয়।নিষ্পেষিত হয়।
ব্যর্থতা আসলেই কি ব্যর্থতা?
দেখুন আপনার সম্ভাবনা। আপনার কৃতকর্ম ও অর্জন।
বড়ই বিচিত্র তাইনা?
কি এক অদ্ভুতুড়ে মহিমা! মায়া!
জগতের স্বাদ আহ্লাদ মোহাবিষ্ট করে!
মোহের ফাঁদে পড়ে কতবার যে বোকা বনেছি তার ইয়ত্তা নেই
লজ্জায় মুখ লুকানোর
মাথা ঠুকরানোর জায়গা নেই!