বিদ্রোহ!
করিবার কতই না আশা ছিলো।
বয়সের ভাড়ে তা নূজ্ব হয়!
ভীরু,কাপুরুষের মতো আত্মসমর্পণ!
আহা বিদ্রোহ!
কৈশোরের মানসিক উদ্দ্যম,উল্লাস!
স্পর্ধা দেখানোর অদম্য শক্তি!
কই হারিয়ে যায়?
কেউ কি কখনও আমাদের এসে বলবে
তোমরা তোমাদের অধিকার ছিনিয়ে নাও
তোমাদের কর্তব্য বুঝিয়ে নাও
কখনও কি তা ঘটেছিলো?
কিংবা ঘটে!
সুযোগ সন্ধানী আমরা!
অপেক্ষায় থাকি দৈবযোগের!
গেঁড়া দেওয়াই যার স্বভাব!
তাঁর অধিকার কেইবা ফিরিয়ে দেবে?
কারই বা ওমন দুঃসাহস আছে!
আহা বিদ্রোহ!
নিমজ্জিত থাকুক সুগভীর পোতাশ্রয়ে।
ভোগ বিলাসে মেতে থাকুক হায়েনারা।