কতবার আমি বৃক্ষের মতন অটল থাকতে চেয়েছি।আমি পারিনি। ভেঙে পড়েছি।
আমি সমুদ্রের মতন উদার হতে চেয়েছি।পারিনি।আমি ভীত-সন্তস্ত্র হয়েছি।
আকাশের মতন বিশাল হতে চেয়েছি।পারিনি। আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়েছি।
আমি চেয়েছিলাম ভবঘুরে হতে। তাও পারিনি।
আমি চেয়েছিলাম ভালো শ্রোতা হতে। পারিনি।
চেয়েছিলাম নিরব থাকতে। ব্যথা সহ্য করতে। পারিনি।
ভেবেছিলাম নিশ্চুপ হয়ে থাকব। অন্যর মন্দগুলি গোপন রাখব।পারিনা।অনর্গল সব আমি বলে ফেলি।
আমি চেয়েছিলাম মানুষের দুঃখের সারথি হতে। পারিনি। বরং দুঃখের কারণ হয়েছি।
পারিনি আমি কিছুই।চলছি অন্যর কৃপায়।দয়ায়।
সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। আমার অসহায়ত্ব নিমজ্জিত হয় গভীর খাদের কিনারায়।
নির্লজ্জের মতন বেঁচে থাকি মৃত্যু মহাপাপ বলে!
কিংবা ব্যর্থতা ঘোচাবো বলে;কিছু একটা করব বলে।
হে মহাজীবন শক্তি দাও আমায়- আমার আমিকে জয় করবার।শক্তি দাও সুবিশাল পথ পাড়ি দেবার।
জীবন যেন পূণ্য কর্মে পরিপূর্ণ হয়!