অহর্নিশি তোমার কথা ভেবে_
গড়িয়ে পড়ে অশ্রান্ত অশ্রুমালা,
কলিজায় দহন ক্ষোভে
হামেশা মনে পড়ে কথামালা।
স্তম্ভিত আমি!বিস্মিত ভাব দেখে
এখনো তোমার অভিলাষ হয় !
টান আছে কি খতিয়ে দেখতে!
অথচ আমার...
নিঃশ্বাস বন্ধ হয়;মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে,
ফিরে আসি বোধ হয়
তোমায় ভালোবাসতে আবার।
ভালোবাসি, ফিরে আসি_
ফিরিয়ে দিও না আর।