আমি তোমায় ভালোবাসি,হয়নি কভু বলা,
হয়নি বলা পাগল তোমায় ভালোবাসি মেলা,
সানরাইজের মতই হাসি না যায় তাহা ভোলা,
নয়ন মাঝে স্বপ্ন তোমার করছে বসে খেলা।
হাস্যোজ্জ্বল অক্ষি তোমার;মন নিয়েছে কেড়ে_
বিধি তুমি ওকেই দিও; দিওনা বুকটা ফেড়ে_
বলব কথা সখার সনে রাখবো দুচোখ জুড়ে।
(এক্রোস্টিক কবিতা)