একটু ভালোবাসা চেয়েছিলাম
আর তুমি
ভালোবাসার ছলে কষ্ট দিলে _
একটু কথা বলতে চেয়েছিলাম
আর তুমি
শরির খারাপের অজুহাত দিলে।
কেন যেন কি ভেবে নিজেকে গুছিয়ে নিলে
ভালোবাসার ছলে আমায় কষ্ট দিলে
ভুলটা কোথায় ছিল না বলেই গেলে_
এভাবে কেন গেলে আমায় ফেলে।
যাও, যাও চলে যাও এ ক্ষত শুকিয়ে যাবে_
কান পেতে শুনে যাও, শুধু তোমারেই
ভালোবাসি ভবে।