ভালোবাসা দিলে ভালোবাসা পাবে,
কে বলেছে তোমায় এই চরম মিথ্যে কথা!
একবার তুমি ভালোবেসে দেখো
বুঝবে, শুনবে,দেখবে দেয় কত ব্যাথা।
ভালোবাসার বিনিময়ে নাকি ভালোবাসা!
আমি দেখিনি কখনো;বিশ্বাস ও করিনা আর।
দেখেছি ভালোবাসার বিনিময়ে ঘৃণা
চুপ থাকা,কটু কথা বা কথার আঘাত দুর্নিবার।
আমি দেখেছি ভালোবেসে বেসে মানুষ!
অশ্রু ঝরায়;চোখের জলে বুক ভাসায় ।
ফানুসের মত পোড়ে;ছাই ও বাতাসে ওড়ে_
বিষ! ফাঁসি! কফিন হয়ে আঁধারে লুকায়।
ভালোবেসে ভালোবাসা পেতে আমি দেখিনি,
অজুহাতে অজুহাতে সম্পর্ক বিষিয়ে তুলে_
পৃথিবীর সব জেনে; নিজের অস্তিত্ব ভুলে!
কফিনে মোড়াতে দেখেছি আমি নিজের চোখে।
তুমি ভালোবাসতে যেও না;
ভালো থাকবে না আমি জানি দুরদৃষ্টি মারফত_
তুমি ভালোবাসতে যেও না;
তোমার কাছে আমার শেষ অসিয়ত।