ভালোবাসাকে যদি
নিয়মের বেড়াজালে বাঁধতে চাও,
দিন শেষে যদি হাজার হিসেব নাও,

তবুও আমি ছেড়ে যাব না,
তবে তুমি__
যে চঞ্চলতা দেখে ভালোবেসেছো,
যে স্পস্ট ভাষা দেখে ভালোবেসেছো,
যে নির্ভীকতা দেখে ভালোবেসেছো,
যে উদারতা দেখে ভালোবেসেছো,
যে ব্যক্তিত্ব দেখে ভালোবেসেছো,

সে গুলো বিলিন হবে,
আজকের তরতাজা প্রাণ,
আগামীতে লাশ হবে,


জীবন্ত লাশের দুর্গন্ধ তুমি সহ্য করতে পারবে না,
তুমি ছেড়ে যাবে, তুমি চলে যাবে___
বলে যাবে, এমন লাশকে আমি ভালোবাসি নি।