আমি দিনভর বসে থাকি সেরিন হাতে
দিন চলে যায় তবু খাওয়া হয় না তোমাকে ভেবে,
রাতদুপুরে ওড়না পেঁচিয়ে যাই গলায় ফাঁস দিতে
চোখে ভেসে ওঠে তোমার মুখ_আমি ফিরে আসি তোমাকে ভেবে।
গলা টিপে হত্যা করা স্বপ্নের কফিন বুকে নিয়ে
চেয়ে থাকি তোমার পথে_তুমি আসবে,
নিঃশ্বাস চলতে থাকা আমার আজন্ম মৃতদেহ নিয়ে
একা বেঁচে থাকি_তোমাকে ভেবে।
কেউ না ভালোবাসুক, তুমি তো ভালোবাসবে_