বরং তুমি আমাকে ছেড়ে চলে যাও,
তাই ভালো হবে;
এই উত্তপ্ত হাবিয়ায় তুমি পুড়বে কেন?
এ পাপ শুধু আমার, আমি একাই পুড়বো এ অনলে
বহ্নিস্নান করেই পবিত্র করে নেব_
আমার অপবিত্র কলেবর।
তুমি চলে যাও প্রিয়,
যে বোঝা শুধু আমার,তা তোমাকে বইতে দিব না,
কোনোদিনই না..
যদি ভালবাস, তোমার ভালোবাসা যদি সত্যি হয়_
তবে ছেড়ে দাও পথ;
আমি একাই হাঁটব, একাই খুঁজব রথ।
বরং আমার বহ্নিস্নান শেষে তুমি এসো,
যখন আমি হবো পবিত্রতায় মোড়ানো সাদা কফিন_
তুমি এসে না দেওয়া গোলাপটি সেদিন দিয়ে যেও।