আজ কয়েক যুগ পরে
আবার বললে শুভ সন্ধ্যা,
ভালোবাসার নতুন প্রকাশ!
নাকি নতুন কিছু ছন্দা?
ভেবেছিলাম ভুলে গেছ..
আজ বুঝি মনে হলো!
ভুলে ও ভুলো নি তবে,
কে তোমায় অতীতে নিলো?
অতীত অনেক সুখের ছিল
বর্তমান তো কুয়াশা
ফিরে কি আসবে তুমি!
মুছে দিবে ধোঁয়াশা?
বলবে,প্রিয়া কেঁদো না আর?
ছোবে না তোমায় কোন মন্দা,
বলবে, ভীষণ ভালোবাসি?
আবার হবে শুভ সন্ধ্যা!