এক শহর শূন্যতায় মুড়িয়ে দিয়ে,
তুমি স্বপ্নের টানে ছুটে গেলে।
এক সমূদ্র অনিশ্চয়তা নিয়ে
আমি দাঁড়িয়ে অবাধ অশ্রু ফেলে ‌।

ঝাপসা চোখে,ঝাপসা জীবন দেখি,
ঘন কুয়াশার পর তুমুল বৃষ্টি_
বিশাল আকাশে আমি ডানা ভাঙ্গা পাখি,
তোমায় ভেবে ঝাপসা আজ দৃষ্টি।

আমি ঘন কুয়াশা দেখলাম_
অথচ তুমি বললে রোদ!
যদি রোদ হয়__

আমাকে রোদে নিয়ে যাও_
তুমি রোদ, তুমিই আলো।
আলোহীন ধূসর পৃথিবী ছেড়ে,
আমাকে আলোয় নিয়ে যাও।


আমি আলোর দেশে যেতে চাই _
তুমি আলো_
আমি আলো হাতে পথ হাঁটতে চাই।