আমার স্বপ্নের মৃত্যুর জন্য দায়ী
তোমাদের চোখে দেখা
আমার খুব কাছের দুজন মানুষ।

তোমাদের ভাবনা উনারা আমার খুব কাছের,
তবে সত্য বলতে_
তাদের সাথে আমার দুরত্ব কয়েক আলোকবর্ষের।

নিজেদের স্বার্থ নকি অন্য কিছু ঠিক বলতে পারি না_
হয়তো স্বার্থই হবে,
যার জন্য আমার স্বপ্নরা_
সেরিনের সাথে বন্ধুত্ব করেছে।

আর আমার দেহ_
স্বপ্নদের কফিন ছাড়াই দাফন করেছে
এক রহস্যময়ী নর্দমায়,
তাঁরা আজ নর্দমার কীট।

আর মন, পুকুর পাড়ে থাকা
কেউড়া গাছের ডালে ঝুলেছে
মৃত্যুর সাথে বন্ধুত্ব করে_
তাকে আর দাফন করতে হয়নি কষ্ট করে,
সলিল সমাধি হয়েছে তার।

আর আমি!
আমি নামে আমার দেহ,
নিজের মন ও স্বপ্নের সাথে বেইমানি করে_
আজ আলোকিত জাহান্নামের বাসিন্দা।

অসার মস্তিষ্কের ইশারায়
কিছু না ভেবেই লিখে রাখা
আমার "সুইসাইড নোট"।
আমার দেহের মৃত্যুর জন্য ও তাঁরাই দায়ী।



(শত তরুণ তরুণীর মনের কথা,মনের ব্যাথা_খুব কাছের দুজন মানুষের ভুল সিদ্ধান্তের জন্য জীবন নরক হয়ে যায়। মানুষ বেছে নেয় অবৈধ মৃত্যুর পথ। পার্থিব জীবনের আযাবের প্রহর শেষ হয়ে শুরু হয় অনন্ত কালের আযাব। প্রত্যেকের উচিত তাদের সন্তানকে দিনে পাঁচ মিনিট হলেও সময় দেওয়া, তাদের কাছে জানতে চাওয়া কিসে সুবিধা কিসে অসুবিধা, সন্তানের ভুল স্বপ্ন/সিদ্ধান্ত থাকলে তাকে কাউন্সিলিং এর মাধ্যমে সঠিক পথে আনা। কোনো ভাবেই জোর জবরদস্তি করা উচিত না। দেখা যায় বেশির ভাগ  সুইসাইড কজ মিস আন্ডারস্টান্ডিং।
আল্লাহ সুবহানাহু তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুন, আত্মহত্যার মতো জঘন্য পাপ থেকে হেফাজত করুক।