তোমায় ছাড়া কাটে না প্রহর
কাটে না আমার দিন,
চোখের জলে বুক ভিজে যায়
মন যে খুবই হীন।
মনের কোণে ভেসে ওঠে
তোমার স্বর্ণমুখ,
আবার কবে কাছে পাবো?
তুমিই আমার সুখ।
কাছে থেকে দুরে গেলে
কেমন লাগে পিছে,
স্বপ্নের টানে দুরে যেতে হয়
মন তোমার কাছে।
তুমিও যদি কাদোঁ মা
কেমনে আমি থাকি,
আমি কিন্তু আসবো ফিরে
স্বপ্ন থাকবে বাকি।
কেঁদো না মা,শান্ত হও
করো শুধু দোয়া,
তোমার মেয়ে ফিরবে আবার
আবার দিও ছোঁয়া।
এতদিনে তোমায় বুঝতে পারিনি
মা, তুমিই সেরা,
তুমি যে মা স্বপ্ন প্রহরী
মায়ায় তুমি ঘেরা।