তোমার আমার দুরত্ব কই!
এইতো কাছে এই,
এক গগনের নিচেই দেখো
ছদ্মবেশে রই।
ছদ্মবেশেই চলছে প্রাণ
ছদ্মনামে চলি
আমিই না হয় হলাম শেষে
ভালোবাসার বলি।
এই যে বিশাল আকাশ দেখো
তোমায় আমায় ঘিরে,
যাবার আগে দেখেছিলে কি!
একবার পিছে ফিরে।
উল্টে দেখো স্মৃতির পাতা
আমিই ছদ্মবেশী,
আমারই হোক শেষ প্রাপ্তি
ভালবাসার ফাঁসি।