ভাবছি বসে লিখবো কবিতা
মর্মে কাটবে খাঁজ,
দুঃখ সুখের গল্প বাঁধবো
শব্দের ভাঁজে ভাঁজ।
হেলে দুলে শব্দের বাঁকে
জীবন চলবে ধেয়ে,
অথৈ নদী পাড়ি দিব
ছন্দের নাও বেয়ে।
ছন্দের তরে কবিতার প্রেমে
বাধবো তোমায় আবার
তোমার ছন্দে পুড়বো আমি
ওটাই বাকি পাবার।
স্বপ্নের বোঝা তুলেছি শূন্যে
কবিতা মেরেছে বান,
শব্দ আমার আপন ভবে
ছন্দে পুতেছি প্রাণ।