ঘুমিয়েই কি যাবে একাল
হবে না কি আর সে সকাল!
ছাত্র সমাজ জাগবে কবে?
নিজের হক লুফে নিবে।
আর কতকাল পরের কথায়
ভাঙ্গবে মেরুদন্ড!
ভেবে দেখেছ ভায়েরা আমার?
ভবিষ্যত হচ্ছে পন্ড।
চলনা এখনই গড়ি প্রতিরোধ
ছলনায় মারি বান_
আমাদের হক কেড়ে নিবে কে?
থাকতে দেহে জান।
চলনা আবার ক্যাম্পাসে যাই
ছোটরাও যাক বিদ্যালয়ে
অনলাইনে ক্লাসের নামে
গেছে চোখ আঁধারে ছেয়ে।