তুমি উড়াল দিলে,
আমি আকাশে তাকিয়ে থাকলাম।
অদৃশ্য শূন্যে ভেসে গেলে,
কলিজা ছিঁড়ে গেলো_একাকি কাঁদলাম।


বলে গেলে নিজের যত্ন নিতে
অথচ এতো দিন কিচ্ছু শেখাও নাই।
যদি যত্ন নেওয়া শিখিয়ে যেতে!
আমি আর মানুষ নাই, পুড়ে ছাই।