আজকের মতো প্রিয় তখন
খাঁচা নয় তুই হোস পাখির পবন,
তোর আমার সুচেতার ঢেউয়ে
মুখরিত হয় যেন রম্য ভুবন।
ভালোবাসি ভালোবেসে
কাটাবো জীবন,
ভালোবাসতে জেনো তুই
না হোস কৃপন।
জেগে ঘুমে দেখি শুধু
সুখের স্বপন,
ভয় হয় এভাবেই
না স্মরে মরণ।
সুখে দুঃখে সাথে থাকিস
ছায়ার মতন,
ভালোবেসে ভালো রাখিস
খাঁচা নয় তুই হোস পাখির পবন।