নিষিদ্ধ প্রেমে জীবন পুড়ে, পাই না মনে শান্তি,
নামাজ রোজায় মন বসে না, মনে শুধু ক্লান্তি।
বিয়ের আগে প্রেম হারাম,জানছি তবে মানছি কই,
নিজের পায়ে মারছি কুড়াল,বাধঁছি হাবিয়া যাবার মই।
পাপের মাঝে যাচ্ছে জীবন, আসছে মরন কাছে,
ইবলিস এখন বন্ধু আমার, ঘুরছে আমার পিছে।
হারাম তারে হারাম জেনে করছি পাপ অবিরত,
আমিই হয়তো সেই আলিম;হাদিসেতে নিকৃষ্ট খ্যাত।
মন যে পোড়ে শান্তি নাই, হুতামার ডাক শুনছি ভাই,
নিষিদ্ধ প্রেম চাই না আর, মালিক আমি তোমাকে চাই।
প্রভু রহিম, বাঁচাও মোরে_হেদায়েত মোরে দাও,
হারাম প্রেম,আর চাইনা_অসভ্য মন এখানে থামাও।