রব্বে কারীম! কাঁদছি আমি
তোমার বান্দা গোনাহগার,
ক্ষমা কর মাওলা আমার_
হে পরওয়ারদেগার।
মিছে দুনিয়ার পিছে ঘুরে
জীবন করেছি শেষ,
প্রভু! আমার নেই কিছু নেই_
আজ হয়েছি নিঃশেষ।
সকল দোয়ার রূদ্ধ মালিক!
যাওয়ার যায়গা নাই,
তুমি ও যদি শাস্তি দাও
আর কার দোয়ারে যাই?
অসহায় হয়ে ফিরেছি শেষে;
ফিরেছি তো রহমান!
তওবা কবুল করে নাও_
দাও নাজাতের আহলান।