নির্ঘুম রাত শেষে ক্লান্তির ভোর
টান শেষে ভীন দেশে আমি যাযাবর
বাজে মনে থেকে থেকে করে হাহাকার
নাই কিছু হাতে গাটে হবো পারাপার।
নিঃসঙ্গ নিঃশ্বাস ফেলে যাই ভবে
যাই যাই করি শুধু; যাওয়া এবার হবে
সুন্দর জীবন নিয়ে তুমি সে সবে রবে
অভিযোগ নাই কোনো; অভিলাষ সবে।
সুদূরের আসমান দেখ তাকিয়ে
তারা আজ কেন ডাকে হাঁকিয়ে!
অসহ্য অনুভূতি মরি ফুঁপিয়ে
অস্বস্তি চেপে যাই; কাঁদি লুকিয়ে।
রাত শেষে দিনভর মুসাফির বেশে
এই বুঝি এসে গেছি জীবনের শেষে,
কভু যদি পড়ে মনে, মোর এপিটাফে
জানিও বিদায় তুমি অশ্রুতে ভেসে।