আচ্ছা প্রিয়,যদি সত্যিই ভালোবাসতে_
খুব মন্দ হতো নাতো
আমার মত ধ্বজভঙ্গ তার
প্রাণের প্রিয় পেতো।
যদি আমায় নিয়েই ছোট্ট নীড় গড়তে
একই জীবন হতো
চলন বলন এক সাথে-
মন্দ হতো না তো।
তুমি ফিরবে প্রিয়! ফিরে এসো
করুনা নয় ভালোবেসো,
সুখের ভেলায় ভাসবো আবার
একটু তুমি হেসো ।