মিছে মায়া মিছে প্রেম
মিছে এই বন্ধন
বুক ফাটে হাহাকারে
করি শুধু ক্রন্দন।
ক্রন্দন ও মিছে ভবে
দেখি তাতে অভিনয়
ভালোবাসা যায় ডুবে
এভাবেই পরাজয়।
পরাজয় স্নাত আমি
পরাজিত ভালোবাসা
তুমি বিনা চষি ভুমি
টুটে গেছে সব আশা।
আশা নাই তুমি নাই
আমিও নাই ভবেতে,
আছে শুধু দেহখানি
আত্মা যে ছুটিতে।