কবিতাকে জীবন ভেবেছ!
কবিতা আমার জীবন নয়
কবিতা আমার শখই বটে
আমার জীবনের গল্প নয়।
কবিতা পড়ে প্রেম পেয়েছ!
কবিতা আমার জীবন নয়
কবিতা আমার জীবন তটে
সুখ স্মৃতি সব কল্পনায় ।
কবিতা পড়ে দুঃখ পেয়েছ!
কবিতা আমার জীবন নয়
কবিতা আমার দৃষ্টিপটে
আঘাতে ক্ষততে রক্তক্ষয়।
কবিতা আমার চোখে দেখা
কলমে প্রকাশিত সত্য,
কবিতা আমার জীবন নয়
দশের গল্প, অস্তিত্ব।