কবিতা আমায় ডাকছে বসে
বলছে আমায় লিখো,
রোগ, শোক আর সুখস্মৃতি
আমায় দিয়েই আঁকো।
বলছে ডেকে অনেক দিন
লিখো না কেন কিছু!
আমায় ছেড়ে ঘুরছো তুমি
কার পিছু পিছু?
বলি আমি লিখবো কি আর!
কপাল কবির ফাটা,
সত্য লিখলে জরিমানা হয়
গায়ে বিঁধে কাঁটা।
সমাজ বলো রাষ্ট্র বলো
বলো পরিবার,
সত্য লিখলে শূলে চড়াতে
বদ্ধ পরিকর।
সত্যিই যদি লিখতে না পারি
লিখবো কি আর বসে!
কলম যে মোর যাচ্ছে চলে
বানের জলে ভেসে।
নোংড়া সমাজ শুধুই দেখি
লিখতে পারিনা ভাই,
লিখলে পরে মুখোশধারী
ধরবে মেখে ছাই।