কিছু কথা ছিল,তোমাকে বলতে যেয়ে ফিরে এসেছি বারবার,
বলার আকুল ইচ্ছা তবে ইগো যে আছে পিছে ফেরাবার।
সরাসরি আর বলা হলো কই! হবে ও না বলা_মনে আজ কারা,
তোমাতে ব্যাকুল_তোমাতে পাগল_তোমাতে আত্মহারা।
তোমার মাঝেই খুঁজে পাই সুখ,তোমাতে বেঁধেছি আশা,
জানিনা আমি কি বলে একে !এই কি ভালোবাসা?
কিছু কথা ছিল, কথা গুলো আজ চুরমার করে হৃদয়_
ডেকে ডেকে বলে কিরূপে কি হলো! কিভাবে হলো বিদায়?
পুড়ে গেছে মন, জ্বলে গেছে ইগো_শুধু একবার ফিরে চাও,
ফিরিয়ে দিও না ,হাজার দিনের না বলা কথা একবার শুনে যাও।