এই যে আমার কষ্ট হয়
অশ্রু ঝরে রোজ,
কোথায় যে সে হারিয়ে গেল
নিলো না আর খোঁজ।

পথের ধারে দাঁড়িয়ে রেখে
দেখলো না আর ফিরে,
দমটা আমার বন্ধ হয়
বুকটা যে যায় চিরে।

ভিড়ের মাঝে খুঁজি তারে
ঝাপসা দেখি চোখে,
কোথায় যে আছে সে;
আমায় একলা রেখে!





সম্মানিত পাঠক,
শ্রদ্ধা নিবেন। অনুগ্রহ করে কবিতাকে আমার জীবন থেকে নেওয়া ভাববেন না। চারপাশে যা দেখি তাই কলমে ফুটিয়ে তোলার চেষ্টা করি। ধন্যবাদ।