সেই খুলনা পর্যন্ত যাবে কি করে!
তাও আবার একা!
যেতে হবে কেন!
মেয়ে মানুষের অত ক্লাস করে হবে কি!
ওমা! একা যাতায়াত করো নাকি!
হোষ্টেলে থাক?
দেখছি একটু বেশিই চালু,
মেয়াটা খুলনায় থেকে ভারি বেশরম হয়েছে..
একা যেতে চায়,
বললে কিছু মুখের ওপর উচিত কথা কয়।
মেয়েটা খুলনায় থেকে ভারি বেয়াদব হয়েছে..
তুমি যে মেয়ে,ভুলে গেলে চলবে!
পরিবারের কথা ভাবো?
জানলে লোকে কি বলবে!!
তারচেয়ে শোনো..
বুদ্ধি আছে ভালো..
ফিরে এসো বাড়ি,হাতে নাও হাঁড়ি,
শিখে ফেলো কাজ,হয়ে যাও ভাঁজ ।
করে ফেলো বিয়ে, থাক সংসার নিয়ে।
আর যাই হোক মানসম্মানের ভয় তো থাকবে না!
আজ কালকের জামানা!
আরো তো দেখছি হাতে টাস ফোন!
বাবা! তোমার বাবার জন্য আফসোস হচ্ছে,
এত সন্মানি লোক সে,
শেষে মেয়ের জন্য বেইজ্জতি হয় কিনা!
যাই হোক তোমার ভালোর জন্য বললাম
হ্যাঁ;
কিছু মনে করো না কেমন?
ওহ আর একটা কথা
মেয়ে মানুষের অত চঞ্চল হতে নেই।
প্রত্যেক দিন অনিশ্চিয়তা নিয়ে ঘুমাতে যাই,
কারণ, আমি মেয়ে..
প্রত্যেক দিন স্বপ্নকে গলা টিপে মারি,
কারণ, আমি মেয়ে..