জন্মদিনে আনন্দ কি আর!
দুঃখের শেষ নাই,
জীবন থেকে বিশটি বছর
ফিরে কি আর পাই।
বিশটি বছর চলেই গেছে__
কই!বলে তো যাইনি কিছু,
সময় শুধু বললো ডেকে
ঘুরছো মেকির পিছু পিছু।
মিথ্যে মেকি নিয়েই জীবন
সত্যর হাতে ফাঁসির দড়ি,
সত্য বলতে উতলা প্রাণ
মিথ্যা আকাশে উড়াই ঘুড়ি।
বিশ বছরের বোঝা অনেক...
বইতে অনেক কষ্ট,
রোগ শোক আর মুছিবতে
আজ হৃদয় পরিপুষ্ট।
জন্মদিনে প্রভুর কাছে
চাইছি দুহাত তুলে,
সিরাতে মুস্তাকিম দাও__
যেন সত্যকে না যাই ভুলে।