আর কতদূর গেলে তোমার দুরত্ব বোধ হবে?
এভাবেই কি হারিয়ে যাবে! ফিরবে আবার কবে?
মতিচ্ছন্ন এখন ও তুমি!ভুলটা কখন বুঝতে পাবে?
মরার আগে তবে কি আর ফিরছো আপন রবে!
যাবার আগে ফিরতে হবে, মরতে হবে পূর্ণ পথে,
কবরে তো একাই যাবে , যাবেনা কেউ তখন সাথে,
তবে এখন ঘুরছো কেন! চড়ছো কেন উল্টা রথে?
রব যে বড়ই করুনাময়, চলোনা ফিরি লুটি সেজদায়।
চলোনা ভাই করি ইবাদত ,ছাড়ি এসব যা ছলনাময়।।