ঈদ মানে শান্তির আবাহন,
পৌঁছে দেয়া দ্বারে দ্বারে।
ঈদ মানে উৎসব,
আয়োজন ঘরে ঘরে।।
ঈদ মানে শান্তির,
মোহনীয় সুখ।
ঈদ মানে চুকে যাওয়া,
দুঃখীদের দুঃখ।।
ঈদ মানে কথার কাকলি,
মুখ ফিরিয়ে নেয়া নয়।
ঈদ মানে সরব হওয়া,
নিরব থাকা নয়।।
ঈদ মানে কাঁটাযুক্ত অতিত ভুলে,
ফুলেল ভবিষ্যত গড়া।
ঈদ মানে প্রাণপ্রাচুর্যে,
জাগা সাড়া।।