করোনা গেছে স্কুলেতে
রাস্তায় নাই ফাঁকা,
গার্মেন্টসে, অফিস সবই খোলা
ঘুরছে গাড়ির চাকা।
সোনার বাংলার এই প্রজন্ম
মূর্খই রবে বেশ,
একটা জাতিকে নষ্ট করার
পায়তারার নাই শেষ।
করোনা এখন শিক্ষিত রে ভাই
স্কুলে সে থাকে,
হাট-বাজার ,মিল ,কলকারখানায়
ভিড়েনা লোকের ফাঁকে।
সমাজনীতি অর্থনীতি
ভালোই দেখছি চলে
স্কুল খুলো বললে পরে
পিসছে যাতা কলে ।
করোনা রে তুই সর্বনাশি
নিলি কেড়ে শিক্ষা,
অবসরে সব খেলছে পাবজি
দিলি কিসের দিক্ষা?