ভুল বুঝাবুঝি ভুলে
চল, আবার যাই ফিরে_
হাজার ফুল ফুটুক আবার
আমায়, তোমায় ঘিরে।

চল, আবার ভালবাসি
স্বপ্নে ডানা মেলি_
আবার আমি পাসে বসি
জঞ্জাল ছুড়ে ফেলি।

আঁকড়ে ধরি বাঁধন আবার
মজবুত হোক আরো,
তোমায় ছাড়া থাকবো ভালো!
কেমনে ভাবতে পারো?