টিনের চালে বৃষ্টি দোলে
হুড়মুড়িয়ে যায়,
মনের কোণে ইচ্ছে ভোগে
ভিজতে যেতে কয়।
ফোঁটায় ফোঁটায় বৃষ্টি যেন
হারিয়ে ফেলে মন।
মন নয় সে মুক্ত পাখি
খুঁজছে মরণ।
বৃষ্টি নামে বৃষ্টি ঝরে
ছুটে তৃষ্ণার্তের হাহাকার।
বৃষ্টিতে আজ ফিরছে জীবন
বৃষ্টিবিনে হয়েছিল যাযাবর।
পরানেতে জোয়ার এলো
বৃষ্টি ভেজা মন,
মনই শুধু ভিজছে মাঠে
তনুর ভেজা বারণ।