আসক্ত আমি, পিয়াসী মন
স্বচ্ছ, অমোঘ প্রেমে,
সব হারিয়ে রিক্ত আজ
ডুবেই ছিলাম ভ্রমে।
খুব যে বড় অভিনেতা সে
অর্ধেক তার মেকি,
এসেছিল তো যাওয়ার জন্য
তাই দিয়েছে ফাঁকি ।
ফায়দা লুটে পার হয়েছে
আমি ওপারের যাত্রী,
একাই আছি খেয়ার ঘাটে
সামনে তিমির রাত্রি।
বিষাক্ত প্রেমে নষ্ট জীবন
অপমানের পাত্রী,
দিশার দেখা না পাই ভবে
নই তো আঘাত দাত্রী।
প্রিয় পাঠক আন্তরিক সালাম নিবেন। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সমাজে যা দেখি তাই লেখি,কবিতা আমার জীবন নিয়ে লেখা নয়। ধন্যবাদ 💝