বিশ্বাস নিয়ে খেলা শুরু
খেলনা কি নাই আর?
আপনি বড়ই মহান গুরু
শুধু আমিই স্বার্থপর।
জানি, আপনি বেজায় ব্যস্ত
হরেক রকম কাজ__
যেমন,ধরেন দেখলেন চেয়ে
রাস্তার মেয়ের সাজ।
আবার ধরেন অনলাইনে
জানুর শেষ নাই,
সবাই মাঝি আপনার মনে
আমি তো পুড়া ছাই।
চাচ্ছেন যখন চলেই যাব
নিয়ে যাব স্মৃতি_
বিশ্বাস যখন নিলেন কেড়ে
কিসের প্রেম প্রীতি!