তোমার বিরহে কাঁদে মন প্রাণ
ঝরে নোনা জল আঁখি তে,
কোথা যেয়ে রবা!
কোথা খুঁজে পাবা!
যা পাও তুমি পাখি তে।
শোকের অনলে পুড়ে যায় মন
পাখি কেঁদে মরে;খাঁচায় বাঁধা সে,
যদি ছাড়া পেত!
তবে উড়ে যেত!
তোমারে দুহাতে বাঁধিতে।
ভালো থেকো তুমি; যেথা তুমি যাও
এসো ফিরে আবার;যদি সুখ পাও।