আঘাতের পর আঘাতে
জীবন মরণের প্রশ্নে_
আমি বন্ধু চিনেছি।
ভীষণ প্রয়োজনে বিরক্তে
থমকে যাওয়া নিঃশ্বাসে_
আমি বন্ধু চিনেছি।
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে লড়ে
জীবনের শেষ প্রান্তে এসে_
আমি বন্ধু চিনেছি।
আমি সহপাঠী আর বন্ধুর পার্থক্য বুঝেছি
বিপদে পড়েই__
আমি বন্ধু চিনেছি।