আজ  বছর বিশেক পরে
ফেসবুক মেসেঞ্জারে
হঠাৎ একদিন এলাম যখন_

দেখি টেক্সটগুলোতে
লেখাটি আজো আছে,
লিখেছিলাম তুমি আমি
ভালোবাসতে আমায় তখন।


আমার অনলাইনে এক্টিভ হতে দেরি
তোমার গেমের ছড়াছড়ি,
আসলে পরে করুণ স্বরে জানতে চাইতে
দেরিতে আসার কারণ।


আজ বছর বিশেক পরে
ফেসবুক মেসেঞ্জারে
হঠাৎ একদিন এলাম যখন_

মধ্য রাতে ক্লান্ত দেহে
সবাই ঘুমের কোলে,
তখন ও তুমি যেতে না চাইতে
বসতে কথার ঝুলি মেলে।

জানিনা আজ কোথায় তুমি
কিভাবে কেমন আছো,
জীবনের প্রয়োজনে আমায়
কতটা ভুলে গেছো।

আজ বছর বিশেক পরে
ফেসবুক মেসেঞ্জারে
হঠাৎ একদিন এলাম যখন

সেদিনের প্রেম প্রীতি
আজ বলি সব স্মৃতি,
এটাই বুঝি রিতি
ভালোই থেকো ইতি_

পুরোনো দিনের কথা ভেবে
ডুকরে কাঁদে মন
এই ভুবনে তুমিই ছিলে
আমার আপনজন ‌।

আজ বছর বিশেক পরে____





পুরোনো দিনের গান "আঠারো বছর পরে" মন ছুঁয়েছে। উক্ত গানের ধারা বজায় রেখে কবিতা আকারে বর্তমান প্রজন্মের জন্য লিখে রেখে গেলাম "আজ বছর বিশেক পরে"।