অপেক্ষার প্রহর,হবে হবে ভোর,
অচেনা খেয়াই তীরে, ফেলবে নোঙর।
গোধূলি বেলায় সে আসবে ভেসে,
অসুর সকল রবে পায়েতে পিষে।
ঝাঁক বেঁধে পাখিরা ফিরবে নীড়ে,
এ পাখি উড়বে তার হৃদয় জুড়ে,
ভালবেসে হৃদয় হৃদয়ে মুড়ে,
অশ্রেয়র প্রলাপ যেন বুকে না ফোড়ে।
বেলা শেষে অবেলায় সেই তো বেলা,
ফুলতো ফুলই তা যায় কি ফেলা!
অসুরের বাহুডোরে না বেঁধে বাঁধন,
সুরেতে সু্র মেলাই_এইতো জীবন।