টুকরো হয়ে আছি
টুকরো হয়ে ধরার পরে ভীষণ করে আছি
এই তো আমি আছি
বিষাদের এত জল যে একা কেমন করে মুছি!

চারদিকে যে দেয়াল দেওয়া কেমন করে বাঁচি!
এমন জীবন আর কারো না হোক প্রভুর কাছে যাচি।
এইতো আমি আছি
সব থাকতে একা, আমি নিঃস্ব হয়ে গেছি।