আব্বু আমি হইনি বড়
এখনো আপনার কাছে
হাঁটতে গেলে ও হাতটা ধরেন
পড়ে না যাই পিছে।
এখনো আমি ছোট্ট সোনা
আগলে রাখেন বুকে
একটুখানি উহ্ করলেই
দেখতে আসেন ঝুঁকে।
সহজ কাজ আমি যেমন
পেঁচিয়ে ফেলি ভুলে,
ঠিক সময়ে আপনিই দেন
সমাধানটি তুলে।
জীবনের এই জোয়ার ভাটা
দেননা বুঝতে কখনো,
পারলে বুঝি দিতেন এনে
সুদূরের ওই পবন ও।
আব্বু আমি অপরাধী
বিবেকের কাঠগড়ায়,
রাগের বশে উল্টা করি
বিবেক আমায় পোড়ায়।
শাসন বারণ সবই শুধু
আমার ভালোর জন্য,
আপনার মতো বাবা পেয়ে
সত্যিই আমি ধন্য।
উদগ্রীব দেখি আপনাকে সদা
দেখি আকুলতা,
একদিন ঠিকই এনে দিব জয়_
ছুঁয়ে দিব সফলতা।
জমিনের পরে যতদিন আমি
বেড়াবো হেঁটে চলে,
ফাঁকি দিয়ে যাবেন না কিন্তু
আমায় একা ফেলে।
(বাবা দিবসের শুভেচ্ছা সকল বাবাদের ❤️ আপনারা আমাদের জীবন মাঝি, কাঠ ফাটা রৌদ্রে আপনার মেঘ আপনারা ছায়া আপনারা মায়া। আপনাদের ঋণ শোধ হবে না জানি,শোধ করার ইচ্ছে ও নাই, আমরা আরো ঋণী হতে চাই।🖤 ্