একসাথে সুখে দুঃখে
হোক থাকা এক পথে,
ঝড় তুফান যে ই আসুক
চড়ো কিন্তু এক রথে।

যে মন ছুঁয়েছে তোমায়
ব্যাথাতুর হয়েছে স্মরনে,
ছেড়ো না সে হাত কভু
ছেড়ো না গো জীবনে।

পবিত্র বন্ধনে কেটে যাক দিন
ভালোবাসতে হয়ো না হীন।
ভালোবাসা!
এ যে বোঝা,এ যে বড় ঋণ।



উৎসর্গ: শহীদুল ইসলাম (স্যার)



ছন্দের খাতিরে তুমি করে লিখা,ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্যার। ্্



শুভ হোক আপনাদের বিবাহিত জীবন,একে অন্যের জন্য হন রহমত, নেয়ামত স্বরুপ। ইনশাআল্লাহ ❤️