৩য় বা শেষ অংশ
বাংলার মাতৃভূমি মানচিত্রে শিরা- উপশিরা ,
নাড়ীর টানে অসংখ্য নদ-নদী প্রবাহ মান ।
যেীবনবর্তী পদ্ম নদীর উম্মদনা , রুপালী
ইলিশের রুপের আশা , তিতাস নদীর মায়াবর্তী;
চিরকুমার কুমার নদীর যেীবনের টান , যমুনা ,
রূপসা , মেঘনা , ইচ্ছামতি মনের ভাব প্রকাশ ;
কপোতাক্ষ মাইকেলের পুত্র আদর সোহাগে থাক ।
মাতৃভূমির বঙ্গরূপ অন্য রাজ্য নেই , এই আমার
মাতৃভূমি নদ-নদীর রূপ বঙ্গ জননী ।
আমি বাঙ্গালী --------------
আমার মস্ত বড় গর্ব আমি বাঙ্গালী ।।
বঙ্গ মাতার বঙ্গ ভাষা, মুখে মুখে জপে জীবন
উৎসর্গ , বিশ্বের ইতিহাসে নেই একটিও ;
জীবন দেয় বঙ্গ সন্তান , শত ফোঁটা লহু দাগ
টানে হৃদয়ে !
বঙ্গ ভাষা বঙ্গ ভাষা
মধুমাখা মুখের ভাষা
বাংলা ভাষা বাংলা ভাষা
এইতো বঙ্গ সন্তান আদর্শ বাঙ্গালী -
তাইতো আমি বাঙ্গালী , আদর্শ বাঙ্গালী ।
আমি বাঙ্গালী --------------
আমি গর্বে গর্বিত , আমি বাঙ্গালী ।।
বসুমাতার জঠরে জন্মীয়েছে -
জ্ঞানে , পূন্যে লক্ষ জ্ঞানী সন্তান ;
জ্ঞানে , গুণে ভরিয়ে দিয়েছে বঙ্গ
মাতার দু'ই বক্ষ পিঞ্জর ।
কেউ'বা দিয়েছে জ্ঞান , কেউ'বা তার ভাব
কেউ'বা দিয়েছে শ্রম , কেউ'বা জীবন দান,
এ যে বঙ্গ মাতার মায়ার জাল ;
আমি বঙ্গ মাতার সন্তান,
আমি গর্বে গর্বিত , আমি বাঙ্গালী -
আমি গর্বে গর্বিত , আমি বাঙ্গালী ।।
মৃত্যুর সিঁড়িতে দাঁড়িয়ে আমি বলবো -
আমি গর্বিত , আমি বাঙ্গালী ;
বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ
আমার শব রেখ মাতৃভূমির জঠরে ।
ফাঁসির মঞ্চে যাবার সময় আমি বলব-
আমি গর্বিত বাঙ্গালী , বাংলা আমার ভাষা
বাংলা আমার দেশ ।
বাংলার পায়রা , সমস্ত গাছ-পালা , নদ-নদী ,
পাখ-পাখলী বলে উঠে ----
আমরা গর্বে গর্বিত ,
আমরা একই মাতার জঠরে জন্মানো,
সবাই আমরা বাঙ্গালী ------
আমাদের মস্ত বড় গর্ব , আমরা বাঙ্গালী ।
আমরা সবাই আদর্শ বাঙ্গালী ।।
টঙ্গী , গাজীপুর