আমার মা সুন্দর মা
পাহাড় সমান মায়া
রাত্রে বেলা কষ্ট পেয়ে
আমায় দেয় গো ছায়া ।
জন্মের পর তাহার দুধ
আমার মুখে তুলে
আমার জীবন গড়ে তোলে
সুন্দর ফুলের ন্যায় ।
আমার রোগে পাশে থাকে
সারা রাত্রি ভর
খোদার কাছে মোনাজাত করে, বলে-  
ফিরিয়ে দে আমার বাছা- ধন ।
এমন বস্তু পৃথিবীর শ্রেষ্ট
আমার কাছে প্রিয়
হে ' খোদা আমার মা'কে
জান্নাতুল ফেরদাউস কবুল করে নিও ।

সেই ২০০৬ সালে এই কবিতাটি আমি লিখেছি । ওই সময় আমি মাত্র লিখা শুরু করি   । এটা মনে হয় আমার ৪/৫ নম্বর কবিতা । তাই আজ আসরে আমার এই অবোধ কবিতাটি পোস্ট করলাম । কবিতাটি পড়ার জন্য ধন্যবাদ  ------------------ >

শালথা , ফরিদপুর
বিকাল - ৫.00
তারিখ - ১৭/০৮/২০০৬
প্রকাশকাল - ১৭/১২/২০১৪