জীবন নদীর পাড়ে হাঁটতে হাঁটতে
ভবিষ্যৎ জীবনের ডায়রির পাতা থেকে
কয়েকটি পাতা নিয়ে ...........
আমি গড়লাম আশার তাজমহল ।
করের ফাঁকে ফাঁকে গলে ফেলে আসা
মুহুতে তাজমহলে ঘুন ধরে । প্রিয় স্বজন
সকল চুনকাম করতে এসে ; মূল স্তম্বটা
সরিয়ে , তাজমহলে আগুন জ্বালিয়ে গেল ।
ভবিষ্যৎ জীবন ডায়রির পাতা
শূন্যতার অভাবে পুড়তে থাকে ।
আশার তাজমহল পুড়তে থাকে অবিরাম;
যে পোড়ার শিখা নেই , ধোঁয়া নেই
নেই পোড়ার গন্ধ ।
যে আগুন শুধু পোড়ায় , জ্বালায় , স্তব্দ
করে ; যার ফিউশন ক্রিয়ায় চোখে
গড়িয়ে পড়ে জল । যার ক্রিয়া সময়
অসময়ে চলতে থাকে ; বেদনা , হতাশা ,
শূন্যতা আর প্রিয়া হারানোর গ্লানি ।
টঙ্গি , গাজীপুর
সময় - রাত ( ১.৩০)
তারিখ- ১৬/১২/১৪
প্রকাশকাল - ১৬/১২/১৪