১ম অংশ
মুসলিম , হিন্দু , বৌদ্ধ , খ্রিষ্টান ভেদাভেদ নয় ;
ব্রিটিস, ফরাসি , আমেরিকান ও আমি নই ,
মাতৃ পরিচয় সবুজ অরণ্য বসুন্ধরায়,
মাতৃ জঠরে জন্ম আমার
জন্মেসূত্রে আদিসূত্রে আমি বাঙ্গালী ।
আমার মস্ত বড় গর্ব আমি বাঙ্গালী
আমি গর্বে গর্বিত , আমি বাঙ্গালী।।

বাংলা আমার মাতৃভূমি,
বাংলা আমার মুখের ভাষা ,
পুরাই মনের যত সব আশা
বাংলা ভাষা পুরাই আশা
স্বর্গের বাসা মাতৃভূমির কাদা - মাঠা ।  
       আমি বাঙ্গালী -
আমি গর্বে গর্বিত , আমি বাঙ্গালী
আমার মস্ত বড় গর্ব আমি বাঙ্গালী ।। ( চলবে আবিরাম ------ )

টঙ্গী , গাজীপুর
রাত -  ১২
তারিখ- ১১/৫/২০১১
প্রকাশকাল - ১৩/১২/২০১৪