কুমার নদীর নিঃস্বর্গীয় পাড়ে,
ছোট সোনার গ্রামে জন্মায়
আমাদের ছোট্ট খোকা ;
মায়া মমতা ভরপুর প্রাণ
ছিল না'কোন ধোঁকা ,
সবার প্রানের বন্ধু
বাংলার জাতীয় পিতা ।
শীত পোশাক খুলে দিয়ে
জড়িয়ে দিতো গরীবের গাঁয়ে ;
বষার দিনে নিজের ছাতা
দিতো অন্য বন্ধুর মাথায় ।
ভবিষ্যৎ কুঁড়িদের চিন্তায়
জীবন বাজি ধরে স্বাধীনতার
দিলো ; ৭ই মার্চের ভাষন ,
সে মোদের আদর্শ নেতা
বাংলার জাতীর পিতা ।
কবিতা হিসেবে মন্তব্য করুণ । সেটা আমার ভুলগুলো ধরিয়ে দেয় । শুভ কামনা রইল ।
প্রকাশকাল - ৮/১২/১৪